
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যাক্তি ও স্বার্থান্বেষী মহল National IT Solution Ltd. সংক্ষেপে “National IT Ltd” এর নাম, ওয়েবসাইট ও National IT নামের আগে বা পরে কিছু সংযুক্ত করে সাভার সহ দেশের বিভিন্ন স্থানে অফিস নিয়ে, ফেসবুক পেজ এবং গ্রুপ খুলে লোভনীয় প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে, যা পুরোপুরি বেআইনি । এ ধরনের প্রতিষ্ঠানে চাকুরি/ভর্তি/আইডি খোলা সহ সর্বপ্রকার কর্মকাণ্ডের সাথে যুক্ত না হতে সকলকে সতর্ক করা হলো।
National IT Solution Ltd. সংক্ষেপে “National IT Ltd”এই নামে একমাত্র প্রতিষ্ঠান যা বাংলাদেশ সরকারের RJSC কতৃক নিবন্ধিত । ন্যাশনাল আইটি লিঃ এর উত্তরা সেক্টর ১১ ব্যাতিত কোথাও কোন শাখা নেই।
ন্যাশনাল আইটি সল্যুশন লিঃ (NIT)
ঠিকানা: বাড়ী ২৬ (৪র্থ তলা), সোনারগাঁ জনপথ এভিনিউ রোড,
সেক্টর # ১১, (চৌরাস্তা) উত্তরা, ঢাকা-১২৩০
বিস্তারিত জানতে ফোন করুন: ০১৮৪১-০৯৫-০৯৫
অথবা ভিজিট করুন – http://www.nationalitbd.com
Facebook page- https://www.facebook.com/nationalitsolution