
ন্যাশনাল আইটি সলিউশন এ আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে নিয়োগ দেওয়া হবে।
০১. রিসেপশনিষ্ট – ০২ জন
০২. কাউন্সিলর কাম ট্রেইনার – ০৪ জন
০৩. গ্রাফিক্স ডিজাইন কাম ট্রেইনার – ০২ জন
০৪. ওয়েব ডেভেলপার – ০৩ জন
০৫. বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (মার্কেটিং) – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ
এইচ.এস.সি/স্নাতক। সংশ্লিষ্ট পদে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র, NID কার্ড/জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবিসহ উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ
ন্যাশনাল আইটি সল্যুশন লিঃ (NIT)
বাড়ী ২৬ (৪র্থ তলা), সোনারগাঁ জনপথ এভিনিউ রোড,
সেক্টর # ১১, (চৌরাস্তা) উত্তরা, ঢাকা-১২৩০
বিস্তারিত জানতে ফোন করুন: ০১৮৪১-০৯৫-০৯৫
অথবা ভিজিট করুন – http://www.nationalitbd.com
Email: nationalitsolutionbd@gmail.com